ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

এশিয়া কাপ শ্রীলঙ্কায়

২০১৮ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় নির্ধারিত হয় চলতি বছরের এশিয়া কাপ আয়োজিত হবে পাকিস্তানে।

তবে পাকিস্তানের মাঠে খেলা হলে ভারত এশিয়া কাপ বয়কট করতে পারে বলে কথা ওঠে। ফলে টানা দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে এশিয়া কাপ এমন সম্ভাবনা ছিল।তবে করোনাভাইরাসের কারণে পাশার দান উলটে গেলো। পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত নয়। বরং সেপ্টেম্বরে আয়োজিত ২০২০ এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কায়।এমন তথ্য জানিয়েছেন, খোদ শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। তিনি জানালেন, টুর্নামেন্ট আয়োজনের জন্য সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে তাদেরকে।গত সোমবার এসিসি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদস্য বোর্ড নিয়ে বৈঠক করে। যেখানে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে জোর দেওয়া হয়। তবে করোনার অবস্থা বিবেচনা করে সম্ভাব্য ভেন্যু নির্বাচন করা হবে বলে সিদ্ধান্তে পৌঁছায় তারা।

বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসি জানায়, ‘এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে এবং যথাযথ সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ এরপরে শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম সিলন টুডেকে এসএলসির সভাপতি শাম্মি সিলভা জানান, পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের জন্য সবুজ সংকেত দিয়েছে শ্রীলঙ্কাকে।

লঙ্কান ক্রিকেটের সভাপতি বলেন, ‘পিসিবির সঙ্গে কথা হয়েছে আমাদের এবং বর্তমান বিশ্ব বাস্তবতায় আমাদের দেশে টুর্নামেন্ট আয়োজনে তারা এর মধ্যেই রাজী হয়েছে। সোমবার অনলাইনে এসিসির সভা হয়েছে এবং তারা আমাদেরকে টুর্নামেন্ট আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে।’

সিলভা এরপর আরও জানায়, এখন দেশটির সরকারের সঙ্গে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে কথা বলবে তারা। এছাড়াও শ্রীলঙ্কা এখন টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্যতা ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য ব্যাপারগুলিও খতিয়ে দেখতে শুরু করেছে বলে জানিয়েছেন শাম্মি সিলভা।

এশিয়ার মধ্যে এই মুহূর্তে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি এগিয়ে শ্রীলঙ্কা। দেশটিতে মাত্র ১৮৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে পাকিস্তানে করোনা আক্রান্ত রোগির সংখ্যা ১ লাখের বেশি। আর দুবাইয়েও প্রায় ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

এবারের এশিয়া কাপে মোট ছয়টি দল অংশ নিবে। এর মধ্যে পূর্ণ সদস্য দেশ হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানও রয়েছে। এছাড়া ষষ্ঠ দল হিসেবে জায়গা করে নিতে এশিয়ার অন্যান্য সহযোগি ক্রিকেট দেশ বাছাইপর্ব খেলবে।


ads

Our Facebook Page